গুরু গরবিত ধনি নাহি করে ভয়।
ভেটিব নাগর শ্যাম দড়াইল নিশ্চয়।।
অভরণ পাড়ি পানি করিল সাজন।
গলায় পরিল বাজু হাতের কঙ্কণ।।
পায়ের নূপুর কেহ তুলি পার করে।
গজমতি হার পরে কটীর উপরে।।
কপালের হিরার পাঁতি পায়ে পরে ভালে।
ক্ষুদ্র ঘণ্টিকা কেহ পরয়ে কপালে।।
কপালে কাজর পরে নয়নে সিন্দুর।
ভুলিল সকল গোপী হইল অথির।।
আর এক গোপবধূ যাইতে না পাইল।
কুজন হইল তার পতি ধরিয়ে রাখিল।।
কৃষ্ণ অনুরাগে গোপী পরাণ তেজিল।
আগে যাই সেই ধনি কৃষ্ণচরণ চাইল।।
গোবিন্দদাস কহে অনুরাগ সার।
নিশ্চয় হইলে মিলে নন্দের কুমার।।