এক পয়োধর চন্দন লেপিত আরে সহজই গোর। হিম ধরাধর কনক ভূধর কোরে মিলল জোড়।। মাধব তুয়া দরশন কাজে। আধ পদচারি করত সুন্দরী বাহির দেহলী মাঝে।। ডাহিন লোচন কাজরে রঞ্জিত ধবল রহল বাম। নীল ধবল কমল যুগলে চাঁদ পূজল কাম।। শ্রীযুত হুসন জগৎ ভূষণ সেহ ইহ রস জান। পঞ্চ গৌড়েশ্বর ভোগ পুরন্দর ভণে যশোরাজ খান।।
keyboard_arrow_right