দেখরি সখি কঙল নয়ন কুঞ্জমে বিরাজ হেঁ। বামেতে কিশোরী গোরি অলস অঙ্গ অতি বিভোরি হেরি শ্যাম-বয়ন-চন্দ মন্দ মন্দ হাস হেঁ।। অঙ্গে অঙ্গে বাহে ভীড় পুছত বাত অতি নিবীড় প্রেম-তরঙ্গে ঢরকি পড়ত কঙল মধুপ সঙ্গ হেঁ। শারি শুক পিকু করত গান ভমরা ভমরি ধরত তান ময়ূর ময়ূরী করত নাট কেকোৎকণ্ঠালাপ হেঁ।। শ্রীগোপাল ভট্ট আশ বৃন্দাবন কুঞ্জে […]
keyboard_arrow_right