চন্দ্রবদনি ধনি মৃগ নয়নী। রূপে গুণে অনুপমা রমণি-মণি।। মধুরিম হাসিনি কমল বিকাশিনি মোতিম হারিণি কম্বু-কষ্ঠিনী। থির সৌদামিনী গলিত কাঞ্চন জিনি তনুরুচি ধারিণি পিকবচনী।। উরে লম্বিতবেণি মেরুপর যেন ফণি আভরণ বহু মণি গজগমনী। বীণা পরিবাদিনি চরণে নূপুরধ্বনি রতি রসে পুলকিনি জগমোহিনী।। সিংহ জিনি মাঝ খিনি তাহে মণি-কিঙ্কিণি ঝাঁপি ওঢ়নি তনু পদ অবনী। বৃষভানু-নন্দিনি জগ জন বন্দিনি […]
keyboard_arrow_right