মন-চোরার বাঁশী বাজিও ধীরে ধীরে। আকুল করিল তোমার সুমধুর স্বরে।।ধ্রু।। আমরা কুলের নারী হই গুরুজনার মাঝে রই না বাজিও খলের বদনে। আমার বচন রাখ নীরব হইয়া থাক না বধিও অবলার প্রাণে।। যেবা ছিল কুলাচার সে গেল যমুনার পার কেবল তোমার এই ডাকে। যে আছে নিলাজ প্রাণ শুনিয়া তোমার গান পথে যাইতে থাকে বা না থাকে।। […]
keyboard_arrow_right