সখি হে কি পুছসি অনুভব মোয়। সোই পিরীতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নৌতুন হোয়।। জনম অবধি হাম রূপ নেহারলুঁ নয়ন না তিরপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলুঁ তব হিয়ে জুড়ন না গেল।। সোই মধুর বোল শ্রবণহি শুনলুঁ শ্রুতিপথে পরশ না ভেলি। কত মধু যামিনী রভসে গোঙায়লুঁ না বুঝলুঁ কৈছন কেলি।। যত বিদগধজন রস […]
keyboard_arrow_right