এমন নিতাই কোথাও দেখি নাই। অবধূত-বেশ ধরি জীবে দিল নাম হরি হাসে কান্দে নাচে আরে ভাই।। অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরণ না যায় অঙ্গ গোরা প্রেমে গড়া তনুখানি। ঢুলিয়া ঢুলিয়া চলে বাহু তুলি হরি বলে দু নয়নে বহে নিতাইর পানি।। তিলকের শোভা ভালে কূটিলকুন্তল লোলে গুঞ্জার আটুনি চূড়া তায়। কেশরী জিনিয়া কটি কটিতটে নীল ধটী বাজন-নূপুর […]
keyboard_arrow_right