রাধা কানু নিকুঞ্জমন্দির মাঝ। চৌদিকে ব্রজবধূ মঙ্গল গাওত তেজি কূলভয় লাজ।।ধ্রু।। শারদ যামিনী ও কুলকামিনী তেরছ নয়নে চায়। মদন-ভুজঙ্গমে রাইরে দংশল হেলি পড়ে শ্যাম-গায়।। কানু ধন্বন্তরি রাই-কোলে করি চূম্বন-ঔষধ দান। নাগর নাগরী ও রসে আগোরি রাই কানু এক প্রাণ।। শারী শুক পিক মঙ্গল গাওত অতি সুললিত তান। বৃন্দাবন ভরি রসের বাদর তুলসীদাস রস গান।।
keyboard_arrow_right