রোহিনী গো এই আইসে নবঘন-শ্যাম। বালকমণ্ডলি সঙ্গে ত্রিভঙ্গ ভঙ্গিমা রঙ্গে আগে আগে দেখ বলরাম।। নব কাদম্বিনী জিনি সুকোমল তনুখানি চন্দনের চাঁদ শোভে ভালে। অপরূপ দেখি আর চূড়ায় গুঞ্জার হার শিখি পুচ্ছ ঘন বায় হেলে।। অঙ্গুলি উপরে করি অধরে মুরলি পুরি নাচিতে নাচিতে বনমালী। ব্রজের বালক যত বেড়িয়া আইসে শত করতালি দিয়া বলে ভালি।। খীর সর […]
keyboard_arrow_right