যশোদা বলেন বাছা শুন মোর বাণী। ঘরে ঘরে চুরি কর্যা কেন খাও নুনি।। যতেক গোপের মায়্যা দেয় গালাগালি। তেঁঞি পুন নিষেধিয়া তোমা প্রতি বলি।। সোনার লাটিম দিব কনক পাঁচনি। উরে বসি খাও তুমি দধি দুগ্ধ নুনি।। অন্যের বাটিতে যাও তুমি নুনি খাইতে। গোপনারী পথে আইসে গাল্যাইতে গাল্যাইতে।। নারিব সহিতে আমি গোয়ালার গালি। করপুটে তোমাস্থানে হৈনু […]
keyboard_arrow_right