• চারি চৌগুণ করল একু মেলি
    চারি চৌগুণ করল একু মেলি। এক হীন গুণ চন্দ্রক কেলি।। দেখ সখি দুহুঁক রূপক শোভা। অরুণকি তিমির অতি লোভা।। খগপতি দ্বৈত চকোর হি চারি। চারি খঞ্জন তাঁহি কমল পর ধারি।। কামধনুক দুহুঁ বড়ই বিরাজ। নয়ন ইঙ্গিত তহি পর সাজ।। বিধুকর কাহ্ন নলিনী ভেল রাই। এক নলিনীপর বিম্ব রহু তাই।। গোবিন্দদাস কহ বিহি নিরমাণ। এসব কেলি […] keyboard_arrow_right
  • চারি পহর রাতি সঙ্গহি গমাওল অপে পহু ভেল ভিনসারা
    চারি পহর রাতি সঙ্গহি গমাওল অবে পহু ভেল ভিনসারা। চান্দ মলিন ভেল নখত মণ্ডল গেল হল দেহু মুকুতি গোপালা। মাধব ধনি সমদহ উঠি জাগী এসনি কএ পরিবোধি পটইহহ পুনু আবএ ও অনুরাগী। জে কিছু পিআ দেল কঞ্চুআ ঝাপি লেল হৃদয় কএল নি…বাসে। কেশ রুঝাএল, অধর সুখাএল, সখিন্থি কর বড় উপহাসে। ভণই বিদ্যাপতি সুনু বর জৌবতি […] keyboard_arrow_right
  • চারি ফুল ধরে ফল ধরে চারি
    চারি ফুল ধরে ফল ধরে চারি। চারি বিহগ ধরে কহ বরনারি।। চারি ত্রিপদ সেই ধরে বহু রঙ্গে। চারি চুতষ্পদ আছয়ে তার অঙ্গে।। শুন শুন সুন্দরি প্রহেলি প্রবন্ধ।। বোলবি মোহে তুঁহু অকৈতব ছন্দ।। যদি নাহি বোলবি রহবি মঝু পাশ। গোপাল দাস কহে অবধি ছয় মাস।। keyboard_arrow_right
  • চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি
    চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি। পরশিতে চাহি তুয়া চরণের ধূলি।। অভিমান দূরে করি চাহ একবার। দূরে যাউ সব মোর হিয়ার আন্ধার।। পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে। পরাণ চমকে যদি ছাড়হ নিশ্বাসে।। লেহ লেহ লেহ রাই সাধের মুরলি। নয়াননাচনে নাচে হিয়ার পুতলি।। তুয়া মুখ নিরখিতে আঁখি ভেল ভোর। নয়ন অঞ্চল তুয়া পরচিতচোর।। রূপে গুণে […] keyboard_arrow_right
  • চাহইতে অধর নিঅল নহি লিসি
    চাহইতে অধর নিঅল নহি লিসি ধরইতে মোললএ বাঁহী। সুপহু সিনেহে ন কেলি রতি ভঙ্গলএ তোহি সনি পাপিনি নাহী।। মানিনি অবহু পলটি চল পিয়াকা পঅ পল মেটও সবে অপরাধ।। কইতবে হাস গোপ তোঞে কএলএ ককেঁ ককেঁ তোরি ভঁউহ চড়লী। পিয়া সঞো পউরুস ককেঁ তোঞে বোললএ জিহ তোরি টুটি ন পড়লী।। সউরস লাগি পিয় হিঅ অরাহিঅ বইরস […] keyboard_arrow_right
  • চাহে চারি পাশে কুরঙ্গ-নয়ানে
    চাহে চারি পাশে কুরঙ্গ-নয়ানে দেখিল সুবল সখা। যেমত তড়িৎ দামিনী চমকে তৈছন পাইল দেখা।। সুবল মুদিল সে দুটি নয়ান চাহিতে নাহিক পারে। রূপের ছটায় নয়ন বারিল দেখি অতি মনোহরে।। দেখিয়া নয়ন ভরিলা তখন সেই বাজিকর শিশু । কহিতে লাগিলা বৃকভানু রাজা গুণীরে ডাকিয়া কিছু।। “তুমি আসি মোর নন্দিনী জিয়ালে কি দিব তোমারে দান। আপন হৃদয়– […] keyboard_arrow_right
  • চাহে চারি পানে কুরঙ্গ নয়ানে
    চাহে চারি পানে কুরঙ্গ নয়ানে দেখিল সুবল সখা। যেমত তড়িৎ দামিনী চমকে তৈছন পাইল দেখা।। সুবল মুদিল সে দুটি নয়ান চাহিতে নাহিক পারে। রূপের ছটায় নয়ন বারিল দেখি অতি মনোহরে।। দেখিয়া নয়ন ভরিলা তখন সেই বাজিকর শিশু। কহিতে লাগিল বৃকভানুরাজা গুণীরে ডাকিয়ে কিছু।। ”তুমি আসি মোর নন্দিনী জিয়ালে কি দিব তোমারে দান। আপন হৃদয় ভিতরে […] keyboard_arrow_right
  • চিকণ চিকণ রে চিকণ কালা দে
    চিকণ চিকণ রে চিকণ কালা দে। এক অঙ্গের লাবণ্য কহিতে পারে কে।। নিরবধি তনু মোর আবেশে না ছাড়ে। যতই দেখিএ তত আরতি বাঢ়ে।। কি কহিব রে শ্যামরূপের মাধুরী। রূপের নিছনি লঞা মরি মরি মরি।। চরণ-কমল -শোভা কি কহিব জ্ঞানদাস। ভকত জনের মন পূরাইতে আশ।। keyboard_arrow_right
  • চিকণ কালা গলায় মালা
    চিকণ কালা গলায় মালা বাজন নূপুর পায়। চূড়ার ফুলে ভ্রমর বুলে তেরছ নয়ানে চায়।। কালিন্দীর কূলে কি পেখলুঁ সই ছলিয়া নাগর কান। ঘর মু যাইতে নারিলুঁ সই আকুল করিল প্রাণ।। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়য়ে বায়। ঈষৎ হাসিয়া মোহন বাঁশরী মধুর মধুর বায়।। রসের ভরে অঙ্গ না ধরে কেলি-কদম্বের হেলা। কুলবতী সতী যুবতী জনার […] keyboard_arrow_right
  • চিকণ কালা গলায় মালা বাজন নুপূর পায়
    চিকণ কালা, গলায় মালা, বাজন নুপূর পায়। চূড়ার ফুলে, ভ্রমর বুলে, তেরছ নয়ানে চায়।। কালিন্দীর কূলে, কি পেখলুঁ সই, ছলিয়া নাগর কান। ঘর মু যাইতে, নারিলুঁ সই, আকুল করিল প্রাণ।। চাঁদ ঝলমলি, ময়ুর পাখা, চূড়ায় উড়য়ে বায়। ঈষৎ হাসিয়া, মোহন বাঁশী, মধুর মধুর বায়।। রসের ভরে, অঙ্গ না ধরে, কেলিকদম্বের হেলা। কুলবতী সতী, যুবতি জনার, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ