• চন্দন পরশি চমকি ঘন উঠই
    চন্দন পরশি চমকি ঘন উঠই চান্দক কিরণে উজোর। চারি পহর নিশি বিলপি গোঙায়ই বিরহক নাহিক ওর।। চারু চিকণ ঘন তনু-রুচি জারল চণ্ড বিরহে জনু আগি। চামর-রুচির চিকুর গড়ি যাওত চির-খণে না বহে বাণি। চতুর-শিরোমণি চেতন তেজল চীত-পুতলি সম মানি।। চেতইতে তবহুঁ নয়ন উনমীলই চম্পক-দামক নামে। চাহি চাপি হিয় পুনহি মুরছি রহু চরণে কি কহু বলরামে।। keyboard_arrow_right
  • চন্দন-গঞ্জনা চাঁদ গগনে
    চন্দন-গঞ্জনা চাঁদ গগনে যদি তোর পাই লাগি। লোহার মুসলে ভাঙ্গিয়ে তোমারে করিমু শতেক ভাগি।। শিখি সব তন্ত্র রাহু-গ্রহ-মন্ত্র সাধন করিয়া আগে। উগারে না দিয়া চাঁদ ঘুচাইয়া তবেই গরব ভাঙ্গে।। পূজি দেবরাজ সাধিব এ কাজ ঢাকিয়া রাখিব মেঘে। অমাবস্যা তিথি আঁধারিয়া রাতি তেমতি সদাই লাগে।। পরাশর তাথে মৎস্যগন্ধা সাথে কুহায়ে সুরতি-রঙ্গ। চণ্ডীদাস ভণে রাধিকার সনে ঐছন […] keyboard_arrow_right
  • চন্দন-চান্দ লিখি চুম্বই কাহ্ন
    চন্দন-চান্দ লিখি চুম্বই কাহ্ন। লাজে কমলমুখি তেরছ বয়ান।। কিশলয়দলে করু দশনকি ঘাত। কিশলয় হেরি ধনি হেঠ রহু মাথ।। ঘন নখরেখ দেই কনয়া কটোর। উহুঁ উহুঁ করি ধনি মোড়ই কোর চম্পকদাম আলিঙ্গই কান। লাজে গোরি সুখে হরল গেয়ান।। নীল পীত কিয়ে গলিত পিধান।। গোবিন্দদাস দুহুঁক গুণ গান।। keyboard_arrow_right
  • চন্দনচর্চ্চিতনীলকলেবর পীতবসনবনমালী
    চন্দনচর্চ্চিতনীলকলেবর পীতবসনবনমালী। কেলিচলন্মণিকুণ্ডলমণ্ডিতগণ্ডযুগস্মিতশালী।। হরিরিহ মুগ্ধবধূনিকরে। বিলাসিনি বিলসতি কেলিপরে।।ধ্রু।। পীনপয়োধরভারভরেণ হরিং পরিবভ্য সরাগম্। গোপবধূরনুগায়তি কাচিদুদঞ্চিতপঞ্চমরাগম।। কাপি বিলাসবিলোলবিলোচনখেলনজনিতমনোজম্। ধ্যায়তি মুগ্ধবধূরধিকং মদুসূদনবদনসরোজম্।। কাপি কপোলতলে মিলিতা লপিতুং কিমপি শ্রুতিমূলে। চারু চুচুম্ব নিতম্ববতী দয়িতং পুলকৈরনুকূলে।। কেলিকলাকুতুকেন চ কাচিদমুং যমুনাজলকূলে। মঞ্জুলবঞ্জুল্কুঞ্জগতং বিচকর্ষ করেণ দুকূলে।। করতলতালতরলবলয়াবলিকলিতকলস্বনবংশে। রাসরসে সহনৃত্যপরা হরিণা যুবতিঃ প্রশশংসে।। শ্লিষ্যতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামাম্। পশ্যতি সম্মিতচারু পরামপরামনুগচ্ছতি বামাম্।। […] keyboard_arrow_right
  • চন্দা জনি উগ আজুক রাতি
    চন্দা জনি উগ আজুক রাতি। পিয়াকে লিখিঅ পঠাওব পাঁতি।। সাওন সয়ঁ হম করব পিরীত। জত অভিমত অভিসারক রীত।। অথবা রাহু বুঝাএব হঁসী। পিবি জনি উগিলহ সীতল সসী।। কোটি রতন জলধর তোহেঁ লেহ। আজুক রয়নি ঘন তম কএ দেহ।। ভনই বিদ্যাপতি সুভ অভিসার। ভল জন করথি পরক উপকার।। keyboard_arrow_right
  • চন্দ্রবদনি ধনি মৃগ নয়নী
    চন্দ্রবদনি ধনি মৃগ নয়নী। রূপে গুণে অনুপমা রমণি-মণি।। মধুরিম হাসিনি কমল বিকাশিনি মোতিম হারিণি কম্বু-কষ্ঠিনী। থির সৌদামিনী গলিত কাঞ্চন জিনি তনুরুচি ধারিণি পিকবচনী।। উরে লম্বিতবেণি মেরুপর যেন ফণি আভরণ বহু মণি গজগমনী। বীণা পরিবাদিনি চরণে নূপুরধ্বনি রতি রসে পুলকিনি জগমোহিনী।। সিংহ জিনি মাঝ খিনি তাহে মণি-কিঙ্কিণি ঝাঁপি ওঢ়নি তনু পদ অবনী। বৃষভানু-নন্দিনি জগ জন বন্দিনি […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলি আজি ছাড়ি দেহ মোরে
    চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে। শ্রীদাম ডাকিছে যাব তার কাছে এই নিবেদন তোরে।। কালি আসি হাম পূরাইব কাম ইথে নাহি কর রোষ। চন্দ্রাবলীনাথ ভুবনে বিদিত জগতে ঘোষয়ে দোষ ।। তুমি যে আমার আমি যে তোমার বিবাদে কি ফল আছে। লোক-জানাজানি কেন হয় ধনি পীরিতি ভাঙ্গিবে পাছে।। দাদা বলরাম করে অন্বেষণ ভ্রময়ে নগরমাঝে। চণ্ডীদাসে কয় সে […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলি সঞে বিলসই মাধব
    চন্দ্রাবলি সঞে বিলসই মাধব হেরি চলু রাই পাশ। মলিন বয়ান নয়নযুগ ছল-ছল তেজই দীঘ নিশ্বাস।। সুন্দরি কি কহব কপটক নেহ। যাকর নাম তুহুঁ শুনই না পারসি তা সঞে বিলসয়ে সেহ।। অতিরসে মগন সঘন তাহে চুম্বই চৌদিশে সহচরিবৃন্দ। সুখময় যামিনি তুহুঁ ভেলি তাপিনি বিগলিত লোচন-নিন্দ।। কি কহব তাক চরিত অতি শঠপন কামী সে কামিনি পাশ। কহলুঁ […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে
    “চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে। শ্রীদাম ডাকিছে যার তার কাছে এই নিবেদন তোরে।। কালি আসি হাম পূরাইব কাম ইথে নাহি কর রোষ। চন্দ্রাবলীনাথ ভুবনে বিদিত জগতে ঘোষয়ে দোষ।। তুমি যে আমার আমি যে তোমার বিবাদে কি ফল আছে। লোক জানাজানি কেন হয় ধনি পীরিতি ভাঙ্গিবে পাছে।। দাদা বলরাম করে অন্বেষণ ভ্রময়ে নগর মাঝে।” চণ্ডীদাসে কয়— […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলী সনে কুসুম-শয়নে
    চন্দ্রাবলী সনে কুসুম-শয়নে সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হৈয়া আসিলা রাধার ঠাম।। গলে পীতবাস করিয়া সাহস দাঁড়াইল রাইএর আগে। দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে।। নাগরে না দেখি মানিনী না চান আছেন আপন কোপে। ভয়ে সে ভূরুর ভঙ্গিমা দেখিয়া নাগর তরাসে কাঁপে।। রোষেতে নাগরী থাকিতে না পারি নাগরেরে পাড়ে গালি। চণ্ডীদাস বলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ