অঞ্জলি ভরি ফাগু লেই সখিগণে। রাই কানুর অঙ্গে দেই ঘনে ঘনে।। দোলোপরি দুহুঁ দোলত ভাল। গাওত কোই সখি ধরি তাল।। বাওত কত কত যন্ত্র সুরঙ্গ। বীণ রবাব স্বর-মণ্ডল উপাঙ্গ।। শোভিত তরুকুল বিকশিত ফুল। ঝঙ্কুর মধু-মদে সব অলিকুল।। মলয় পবন বহে যামুন-তীর। নাচত শিখিকুল কুঞ্জ-কুটীর।। বিলসই তঁহি দোলোপরি কান। ইহ নবকান্ত দুহুঁক গুণগান।।
keyboard_arrow_right