আনন্দ-কন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র সঙ্গ। প্রেমে ভাসি হাসি হাসি রোম-হর্ষ অঙ্গ।। সীতানাথ লেই সাথ পণ্ডিত শ্রীবাস। গদাধর দামোদর হরিদাস পাশ।। হরিবোল উচ্চরোল কীর্ত্তনের সাথ। গৌর-শির ঢালে নীর শান্তিপুরনাথ।। অভিষেক সভে দেখ পরতেক পহু। নৃত্য-গীত-আনন্দিত প্রেম-হাস্য লহু।। ঘট ভরি ঢালে বারি গৌরচন্দ্র-মাথ। শুদ্ধস্বর্ণ গৌরবর্ণ ভাব-পূর্ণ গাত।। সুবিস্তার কেশভার চামরের ছান্দ। মুখ-চন্দ-ভয়ে অন্ধকার যৈছে কান্দ।। অঙ্গ মোছি বস্ত্র […]
keyboard_arrow_right