• জয় জয় রব ভেল নদীয়া নগরে
    জয় জয় রব ভেল নদীয়া নগরে। জন্মিলেন শ্রীগৌরাঙ্গ জগন্নাথ ঘরে।। জগন্মাতা শচীদেবী মিশ্র জগন্নাথ। মহানন্দে গগন পাওল জনু হাত।। গ্রহণ সময়ে পহুঁ আইলা অবনী। শঙ্খনাদ হরিধ্বনি চারি ভিতে শুনি।। নদীয়া নাগরীগণ দেয় জয়কার। হুলুধ্বনি হরিধ্বনি আনন্দ অপার।। পাপ রাহু অবনী করিয়াছিল গ্রাস। পূর্ণশশী গৌরপহুঁ তে ভেল প্রকাশ।। গৌরচন্দ্রচন্দ্র প্রেমঅমৃত সিঞ্চিবে। বৃন্দাবনদাস কহে পাপতম যাবে।। keyboard_arrow_right
  • জয় জয় রাধে জিকো শরণ তোহারি
    জয় জয় রাধে জিকো শরণ তোহারি। ঐছন আরতি যাঙ বলিহারি।। পাট পটাম্বর উঢ়ে নিল শাড়ি। সীঁথাক সিন্দুর যাঙ বলিহারি।। বেশ বনায়ল প্রিয়-সহচরি। রতন-সিংহাসনে বৈঠল গোরি।। চৌদিগে সখিগণ দেই করতারি। আরতি করতহি ললিতা পিয়ারি।। রতন-জড়িত মণি-মাণিক-মোতি। ঝলমল আভরণ প্রতি-অঙ্গে জ্যোতি।। চৌদিগে সহচরি মঙ্গল গাওয়ে। প্রিয় নর্ম্ম-সখিগণ চামর ঢুলায়ে।। ও পদপঙ্কজ সেবনকি আশা।। দাস মনোহর করত ভরোসা। keyboard_arrow_right
  • জয় জয় রূপ মহারস-সাগর
    জয় জয় রূপ মহারস-সাগর। দরশন পরশন বচন রসায়ন আনন্দহুকে গাগর।। অতি গম্ভীর ধীর করুণাময় প্রেম-ভকতিক আগর। উজ্জ্বল-প্রেম-মহামণি প্রকটিত দেশ গৌর বৈরাগর।। সতগুণ-মণ্ডিত পণ্ডিত রঞ্জন বৃন্দাবন-নিজ-নাগর। কিরিতি বিমল যশ শুনতহিঁ মাধো সতত রহল হিয়ে জাগর।। keyboard_arrow_right
  • জয় জয় শচিনন্দন বর রঙ্গী
    জয় জয় শচিনন্দন বর রঙ্গী। বিবিধ বিনোদ কলা কত কৌতুক করতহি প্রেম তরঙ্গী।।ধ্রু।। বিপুল-পুলক-কুল সঞ্চরু সব তনু নয়নহিঁ আনন্দ-নীর। ভাবহিঁ কহত জিতল মঝু সখিকুল শুন শুন গোকুলবীর। মৃদু মৃদু হাসি চলত কত ভঙ্গিম করে জনু খেলন যন্ত্র। যুগল কিশোর বসন্তহি যৈছন বিতানিত মনসিজ-তন্ত্র।। যো ইহ অপরূপ বিহরে নবদ্বিপ জগদানন্দ-বিলাসী। রাধামোহন দাস-মূঢ়-চিতে সো নিজগুণ পরকাশী।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ
    জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ। মুরতি বসন্ত পিরীতি রস কন্দ।। বিকসিত তনুবন মুখ অরবিন্দ। ভাব কুসুম শোভা হাস মকরন্দ।। করুণা মলয়ানিল শীতল সুগন্ধ। জগত সুবাসিত প্রেম প্রবন্ধ।। নব পল্লব অনুরাগ অমন্দ। বিলসে কোকিল সহচর বৃন্দ।। এ ভুবন প্রকাশিত পদ নখ চন্দ। দর দরশন হীন দামোদর অন্ধ।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য দয়া-সিন্ধু
    জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য দয়া-সিন্ধু। পতিত-উদ্ধার-হেতু জয় দীন-বন্ধু।।ধ্রু।। জয় প্রেম-ভক্তি-দাতা দয়া কর মোরে। দন্তে তৃণ ধরি ডাকে এ দীন পামরে।। পূর্বে সাক্ষাতে যত পাতকী তারিলে। সে বিচিত্র নহে যাতে অবতার কৈলে।। মো হেন পাপিষ্ঠে এবে করহ উদ্ধার। আশ্চর্য্য দয়ার গুণ ঘুষুক সংসার।। বিচার করিলে মুঞি নহো দয়ার পাত্র। আপন স্বভাব-রূপে করহ কৃতার্থ।। বিশেষে প্রতিজ্ঞা শুনি এই […] keyboard_arrow_right
  • জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য নাম সার
    জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য নাম সার। অপরূপ কলপ-বিরিখ অবতার।। অযাচিতে বিতরে দুর্লভ প্রেম-ফল। বঞ্চিত নাহি ভেল পামর সকল।। চিন্তামণি নহে সেই ফলের সমান। আচণ্ডাল-আদি করি তাহা কৈলা দান।। হেন প্রভু না সেবিলে কোন কাজ নয়। এ রাধামোহন কহে ভজিলে সে হয়।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য সর্ব্বাশ্রয়
    জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য সর্ব্বাশ্রয়। জয় শ্রীস্বরূপ দামোদর প্রেমময়।। জয় শ্রীল সনাতন কৃপালু হৃদয়। জয় শ্রীল রূপ রস-সম্পদ-নিলয়।। জয় শ্রীগোপাল ভট্ট করুণা-সাগর। জয় রঘুনাথ যুগ কৃপা-পূর্ণান্তর।। জয় জীব গোসাঞি দয়া কর মোরে। দন্তে তৃণ ধরি কহে এ দীন পামারে।। প্রতিজ্ঞা আছয়ে এই মোর কলি-কালে। উদ্ধার করিবে মহাপাতকী সকলে।। বিচার করহ যদি মোর অপরাধ। এ রাধামোহনের তবে […] keyboard_arrow_right
  • জয় জয় শ্রীগুরু প্রেম-কলপ-তরু
    জয় জয় শ্রীগুরু প্রেম-কলপ-তরু অদভূত যাক প্রকাশ। হিয়-অগেয়ান তিমির সুনিবিড় জ্ঞান-কিরণে করু নাশ।। ইহ লোচন-আনন্দ ধাম। অযাচিত এ হেন পতিত হেরি পহুঁ যাচি দেয়ল হরিনাম।। দূরগতি অগতি অসত-মতি যো জন নাহি সুকৃতি-লবলেশ। শ্রীবৃন্দাবন যুগল-ভজন-ধন তাহে করত উপদেশ।। নিরমল গৌর- প্রেম-রস-সিঞ্চনে পূরল সব মন আশ। সো চরণাম্বুজে রতি নাহি হোয়ল রোয়ত বৈষ্ণবদাস।। keyboard_arrow_right
  • জয় জয় শ্রীজয়-দেব দয়াময়
    জয় জয় শ্রীজয়- দেব দয়াময় পদ্মাবতী-রতি-কান্ত। রাধা মাধব- প্রেম-ভকতি-রস উজ্জ্বল-মুরতি নিতান্ত।। শ্রীগীতগোবিন্দ গ্রন্থ সুধাময় বিরচিত মনোহর ছন্দ। রাধা গোবিন্দ- নিগুঢ়-লীলা গুণ পদ্মাবলি-পদ-বৃন্দ।। কেন্দুবিল্ব পুর ধাম মনোহর অনুখন করয়ে বিলাস। রসিক ভকতগণ যো সরবস-ধন অহনিশি রহু তছু পাশ।। যুগল বিলাস গুণ করু আস্বাদন অবিরত ভাবে বিভোর। দাস রঘুনাথ ইহ তছুগুণ বর্ণন কীয়ে করব লব-ওর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ