জয় জয় শচিনন্দন বর রঙ্গী।
বিবিধ বিনোদ কলা কত কৌতুক
করতহি প্রেম তরঙ্গী।।ধ্রু।।
বিপুল-পুলক-কুল সঞ্চরু সব তনু
নয়নহিঁ আনন্দ-নীর।
ভাবহিঁ কহত জিতল মঝু সখিকুল
শুন শুন গোকুলবীর।
মৃদু মৃদু হাসি চলত কত ভঙ্গিম
করে জনু খেলন যন্ত্র।
যুগল কিশোর বসন্তহি যৈছন
বিতানিত মনসিজ-তন্ত্র।।
যো ইহ অপরূপ বিহরে নবদ্বিপ
জগদানন্দ-বিলাসী।
রাধামোহন দাস-মূঢ়-চিতে
সো নিজগুণ পরকাশী।।