অপরূপ দিনহি কুঞ্জ-মণি-মণ্ডপে শিতল পবন বহ মন্দ। দ্বিজ-কুল-নাদ সুবাদন যৈজন মনমথ–যন্ত্রক ছন্দ।। জয় রাধামাধব মেলি। দুহুঁক প্রেম-লব কো করু অনুভব যবহুঁ সুরত-রস-কেলি।।ধ্রু।। তহিঁ পুন অতিশয় নাগরি আগরি অতয়ে সে নিমিলিত আঁখি। আনন্দ-সিন্ধু-নিবেশহি মোহিত দেয়ই প্রতিঅঙ্গ সাখি।। তহিঁ অতি সুশিতল আনন্দ-নিরঝর পুলক ভরল সব অঙ্গ। চীত-পুতলি জনু কাঁপয়ে ঘন ঘন অদভূত পুন সর-ভঙ্গ।। অনধিন দেহ-দণ্ড পরি […]
keyboard_arrow_right