জপ মন অনুক্ষণ গুরুবাক্য প্রেম ধন, হিয়া কুঞ্জে রাখিয়া স্মরণ । প্রেম সায়র প্রেম সিন্ধু, সাঁতারে কর লঙ্ঘন। এ গো মদন তরঙ্গে বসি দিবে আসি দরশন। নিকুঞ্জে বেহার হৈলে বিপিনে করে ভ্রমণ। এ গো বিরহিনী হৈয়া করে স্বরূপের অন্বেষণ। রসিক মহন্ত যেই সাধে সেই রূপ সাধন। এ গো প্রেম ভাবে জপে নাম শ্রীগুরুর সুবচন। শিতালং […]
keyboard_arrow_right