শ্যাম বন্ধুচিত-নিবারণ তুমি। কোন শুভদিনে দেখা তোমা সনে পাসরিতে নারি আমি।। যখন দেখিয়ে এ চান্দ-বদনে ধৈরজ ধরিতে নারি। অভাগীর প্রাণ করে আনচান দণ্ডে দশ বার মরি।। মোরে কর দয়া দেহ পদ ছায়া শুনহ পরাণ-কানু। কুলশীল সব ভাসাইলুঁ জলে প্রাণ না রহে তোমা বিনু।। সৈয়দ মরতুজা ভণে কানুর চরণে নিবেদন শুন হরি। সকল ছাড়িয়া রৈলুঁ তুয়া […]
keyboard_arrow_right