বর-চামীকর- গঞ্জি কলেবর ইন্দীবর-সম হোই। কুলবতি-গরব সবহু তুহুঁ খোয়লি ফুকরি ফুকরি ঘন রোই।। সুন্দরি চিন্তা পরিহর দূরে। সো শ্যামরু-রস কৈছন পরবশ সাধি না পায়ব তোরে।।ধ্রু।। বরজ-সমাজ খোঁজ করি প্রতি ঘরে না মিলব তুহারি সমানে। রতি-পতি-সুকিরিতি ঐছে কলাবতি এ জগতে নহে অনুমানে।। অতয়ে নিবেদন রমণি প্রাণ-ধন ছেদন করহ ইহ তাপে। মনমথ বোলত রঙ্গ-তরঙ্গ-সুখ তুয়া বিনু নাহি […]
keyboard_arrow_right