প্রাণ ধরিব কেমনে প্রাণ ধরিব কেমনে। দিবসে আন্ধার হইল শ্রীমুরারি বিনে।। হরি গুরু বৈষ্ণবের সেবা হৈল বাদ। আর কি রসিকানন্দ পুরাইবে সাধ।। একে সে রসিকানন্দ রসের তরঙ্গ। বসিলা রসিকানন্দ ক্ষীরচোরা সঙ্গ।। কাঁদিতে কাঁদিতে হিয়া বিদরে হুতাশে। দশদিক শূন্য হৈল শ্যামপ্রিয়া ভাষে।।
keyboard_arrow_right