ধেনু চরায়ত বেণু বাজায়ত যমুনাতীরপুলিনবনে। প্রিয় দাম সুদাম শ্রীদাম সুবল মহাবল এসব সখা সগণে।। নটবেশ সুকেশ চূড়া শিখি সাজনী মালতী মাল প্রসন্ন দলে। শ্রুতিপাশ বিলাস মণি মকরাকৃতি কুণ্ডল মণ্ডিত গণ্ডে দোলে।। কটি পীত পট বনায়নি কাছনী কিঙ্কিণী কঙ্কণ দাম সনে। চরণ কমন দলে শশি মণ্ডিত খণ্ডিত তাপ ভজন্ত জনে।। জয়কৃষ্ণ দাস পহুঁ গোবর্দ্ধন ধারণ ধীর […]
keyboard_arrow_right