সোনার বরণ গা চলে বা না চলে পা ভাব ভরে পড়ে আউলাইয়া। গোবিন্দের কান্ধে বাহু দিয়া চলে মহাপ্রভু নাচে পহুঁ হরি বোল বলিয়া।। পুলকে পুরিত তনু কদম্ব কেশর জনু মুখ হেরি কান্দে কত জনা। আবেশে অবশ হইয়া ভুজযুগ পসারিয়া কোল দিতে পাসরে আপনা।। নীলাচলের মাঝে ভকত সমাজ সাজে সঙ্কীর্ত্তন পহুঁ পরকাশ। কহে ভাগবতানন্দ মনেতে বড় […]
keyboard_arrow_right