দরশন দেহ সুন্দরী রাই। তুয়া বিচ্ছেদে দারুণ দুখ পাই।। আকুল বিকল প্রাণ কি হইল শরীরে। কি করি বসিয়া বৃথা কালিন্দীর তীরে।। কি করিব কোথা যাব নাহিক উপায়। রাধার বিহনে মনে আন নাহি ভায়।। দশ দিশ শূন্য দেখি সুমুখী বিহনে। কি কাজ রাখিয়া মোর বিফল জীবনে।। কি ভেলি কোথা গেলি রসবতী গোরি। দেখা দিযা প্রাণ রাখ […]
keyboard_arrow_right