দেখ সখী মোহন মধুর সুবেশং। চন্দ্রক চারু মুকুতাফলমণ্ডিত অলিকুসুমায়িত কেশং।। তরুণ অরুণ করুণাময় লোচন মনসিজ তাপ বিনাশং। অপরূপ রূপ মনোভব মঙ্গল মধুর মধুর মৃদু হাসং।। অভিনব জলধর কলিত কলেবর দামিনী বসন বিকাশং। কিয়ে জড় অজড় সকল পুলকায়িত কুঞ্জভবন কৃতবাসং।। যো পদ পঙ্কজ নারদ ভব অজ ভাব অভাব পরকাশং। ব্রজ বনিতাগণ মোহন কারণ বিরচিত বিবিধ বিলাসং।। […]
keyboard_arrow_right