ভালি গোরাচাঁদের আরতি বনি। বাজে সংকীর্ত্তনে মধুর ধ্বনি।। শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল।। বিবিধ সুষম ফুলে বনি বনমালা। কত কোটি চন্দ্র জিনি বদন উজালা।। ব্রহ্মা আদি দেব জোড় কর করে। সহস্র বদনে ফণী ছত্র ধরে।। শিব শুক নারদ ব্যাস বিচারে। নাহি পরাৎপর ভাবহি ভরে।। শ্রীবাস হরিদাস পঞ্চম গাওয়ে। গদাধর […]
keyboard_arrow_right