তেজি কাল বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তুয়া নাম লয়ে আকুল হইয়ে অশ্রুজলে হবে শান্তি।। মেলি ভক্তগণ করিব কীর্ত্তন রাধা রাধা ধ্বনি করি। খণে খণে মূর্চ্ছা হইবে যখন অচেতনে রব পড়ি।। যবে তব ভাব ভাবি হবে প্রেম স্বভাব ছাড়িবে দেহ। ত্যজি বংশীবর হব দণ্ডধর রাখিতে নারিবে কেহ।। অমূল্য রতন তব প্রেমধন অযাচকে দিব আনি। […]
keyboard_arrow_right