নীল কমল-দল শ্রীমুখমণ্ডল ঈষত মধুর মৃদু হাস। নব ঘন জিনি কালা গলাএ গুঞ্জার মালা আভীর বালক চারি পাশ।। মণিময় ঝুরি মাথে অঙ্গদ বলয়া হাথে রতন-নূপুর রাঙ্গা পায়। হাসিতে খেলিতে যায় গোধূলি ধূসর গায় বরিহা উড়িছে মন্দ বায়।। নবীন রাখাল হরি নটবর-বেশ ধরি শিশু সঙ্গে গরুয়া চরাএ। ভূষণ বনের ফুল কি দিব তাহার তুল মুকুন্দ আনন্দে […]
keyboard_arrow_right