আরতি বলরামচন্দ্র রেবতী রমণ রাজে। বামে নবীন চিকন শ্যাম দক্ষিণে শোভে শ্রীবলরাম ব্রজবালক নাচত গাওত নন্দ আঙ্গিনা মাঝে।। জয় জয় জয় নন্দলাল জয় জয় জয় রাম গোপাল ঝাঁঝরি খঞ্জরী ঠমক তাল মধুর মধুর বাজে। গাওয়ে গোয়াল অতি রসালি যূথে যূথে মিলি গোপিনী ভালি সুরট সুরঙ্গ রাম কেলি সুর নব মুনি সাজে।। যশোমতী রূপ নিরখে ভাল […]
keyboard_arrow_right