শারদ পূর্ণিমা হিমকর বয়নে। চঞ্চল নীল নলিনীদল নয়নে।। প্রাতরুদিত রবি সিন্দূর কাঁতি। দশন সাজল মুকুতা ফল ভাতি।। বঙ্ক বিলোকনী কাজর রঙ্গি। কাম কামান কুটিল ভ্রুভঙ্গী।। শ্রীফল সুফলিত কৃত কুচ কলসে। মত্ত ময়ূরী গতি জিনিয়া অলসে।। মৃগমদ চন্দন চর্চ্চিতা দেহা। তরল ঘনাতট দামিনী রেহা।। প্রতাপনারায়ণ সঙ্গীত ভণিত। রমণী শিরোমণি রাধার চরিত।।
keyboard_arrow_right