কি কহব নিঠুর মুরারি। অব কি জিবই বর-নারি।।ধ্রু।। তুহারি-নেহ-ভুজঙ্গে। দংশল কোমল অঙ্গে।। গদ ঔখদ নাহি মানে। তাগা তুহারি ধেয়ানে।। শ্যাম দু-আখর মন্ত। তে ধনি ধৈরজ অন্ত।। এক আছয়ে প্রতিকারে। তুহারি পাণি-পানীসারে।। তুয়া দিঠিসারক আশে। অবহি বহই মৃদু-শাসে।। শুনইতে মুরছিত কান। জানকীবল্লভ অগেয়ান।।
keyboard_arrow_right