নাগর নিকট সঞে দোতি আওল রাই সুনাগরি ঠাম। শ্যামক যত দুখ দেখি না পারিয়ে কহইতে আয়লুঁ হাম।। কো জানে কখন দেখল তোহে শ্যামর তুয়া রূপ করত ধেয়ান। রাধা নামে দ্বিগুণ তনু মোড়ই ধৈরজ না ধরে পরাণ।। শুন কহি সুন্দরি তোয়। সো হেন সুনাগর সব গুণ-সাগর তোহে সে পুরুখ-বধ হোয়।।ধ্রু।। তুহুঁ ধনি-রমণী মুকুট-শিরোমণি মোহে না করু […]
keyboard_arrow_right