ওরে শ্যাম রাই কথা শুন মন দিয়া। কি করিতে কিনা করে গুমরি গুমরি মরে কি দেখায় কপালে হাত দিয়া।। অতি সুকুমার তনু শিরিষ কুসুম জনু ভাল মন্দ কিছুই না জানে। রাজার কুমারী ঘরে রহিতে নাহিক পারে তোমারে সে দেখিয়া স্বপনে।। বসন না রাখে গায় কাতর নয়নে চায় সোনার তনু ধূলায় পড়িয়া। তোমার কঠিন মন তার […]
keyboard_arrow_right