কাঁচা মরকত নবনি জড়িত মনোহর অনুখানি। হাসিঞা হাসিঞা অমিয়া মাখিয়া বলে আধ আধ বাণী।। পাখানি নাচাঞা নূপুর বাজাঞা বসিঞা মাএর কোলে। সোনাএ জড়িত মুকুতা লম্বিত শোভিছে নাসিকাতলে।। গলাএ জড়িত রুরু-নখ রুচি গাঁথনি মুকুতা ঝুরি। কুমুদানন্দ কহে এমন বালকের নিছনি লইয়া মরি।।
keyboard_arrow_right