নন্দ-নন্দন সঙ্গে মোহন নওল গোকুল-কামিনি। তপন-নন্দিনি তীরে ভালে বনি ভূবন-মোহন লাবণি।। তাথৈ তাথৈএক্মৃস দঙ্গ বাজই মুখর কঙ্কণ কিঙ্কিণি। বিলসে গোবিন্দ প্রেম-আনন্দ সঙ্গে নব-নব-রঙ্গিণী।। উরহি লম্বিত কনক-চম্পক- দাম কর্দ্দম চন্দনে। দোহঁ-কলেবর ভেল শ্রম-জল মোতি মরকত কাঞ্চনে।। রাসে মাতল সঙ্গে ষড়-ঋতু কুঞ্জ-কাননে রাজই। শূক শিখি পিক চাতক ডাহুক ভ্রমর পঞ্চম গাওই।। রাস-মণ্ডল গোপিনী-কুল শ্যাম সঞে নব-রঙ্গিণি। দেই […]
keyboard_arrow_right