পেখলুঁ অপরূপ নন্দ-কুমার। কালিন্দি নীর-তীর-তরু হেলন যৈছন জলদ-সঞ্চার।।ধ্রু।। চূড়হি ঊড়য়ে মউর-শিখণ্ডক সো এক অপরূপ-ঠাম। যৈছন ইন্দ্র-ধনুক তহি ঊয়ল ঐছন মঝু মনে ভান।। মোতিম-হার উর পর লোলত হেরিয়ে তারক-পাঁতি। কটি পর পীত বসন তহি রাজিত জিনি সৌদামিনি-কাঁতি।। চরণ-অবধি বন-মাল বিরাজিত উনমত মধুকর-জাল। পদ-পঙ্কজ তলে মানস সোঁপলুঁ কাতরে কহত দয়াল।।
keyboard_arrow_right