মুরতি দামিনী মদন কামিনী বদন যামিনীকান্ত রে। (তছু) চিবুকে মৃগমদ বিন্দু ছন্দহি হামারি করু জীবনান্ত রে।। নাসা মোতিম যৈছে তিল ফুল ঝুলত অমিয়াক বিন্দু রে। দিঠি বঙ্কিম ভঙ্গিম হেরত রঙ্গিম অনঙ্গক সিন্ধু রে।। গণ্ডমণ্ডল দোলত কুন্তল হামারি জিউ তছু সঙ্গে রে।। শ্যামা ভামিনী ভুজগ কামিনী নিন্দি ভাঙ বিভঙ্গে রে।। সুন্দর সিন্দূর বিন্দুকো রহি উজর বেণী […]
keyboard_arrow_right