ভালই সময় ছিল যখন শিশুমতি। অন্তরে অনল জ্বলে পিরীতি কিরিতি।। বাহিরে আনল নহে জল দিব তায়। শ্যাম প্রেম ধকধকি কি বলিব কায়।। প্রাণসখি তোমারে সে বলি। হিয়ার ভিতরে শ্যাম পরাণ-পুতলী।। ঘর হৈতে বাহির হইয়ে নিরন্তর। দেখিবারে সাধ করি নহি সতন্তর।। মন ধক ধক করে দিবসরজনী। লোক মাঝে না থাকিয়ে রহি একাকিনী।। নিশ্বাস ছাড়িতে মোর নাহি […]
keyboard_arrow_right