ঝুলত ব্রজ- রাজ-কুঙর রঙ্গন হিঁডোরে। সঘনে পবন বহই মন্দ বরিখত বারি বুন্দ বুন্দ পীত-পটমে লপট পিয়ারি- জীক করত কোরে।।ধ্রু।। হংস সারস কীর মোর কোয়েলা-গণ করত শোর ভ্রমরা-গণ গুঞ্জ গুঞ্জ বোলত চৌ-ওরে। সুঘড় করত তাল-মান গাওত সব তরুণি গান কৃষ্ণ কান্ত- তনয়া-চিত্ত হোয়ে সুখমে ভোরে।।
keyboard_arrow_right