জীউ জীউ রে মেরে মন-চোর গোরা। আপহিঁ নাচত আপন রসে ভোরা।।ধ্রু।। খোল করতাল বাজে ঝিকি ঝিকিয়া। আনন্দে ভকত নাচে লিকি লিকিয়া।। পদ দুই চারি চলু খলত ঢলিয়া। থির নাহি হোয়ত আনন্দে মাতোলিয়া।। ঐছন পহুঁকে যাহু বলিহারী। সাহ আকবর তেরে প্রেম-ভিখারী।।
keyboard_arrow_right