বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন মূলত প্রাচীন পুরাণগুলি থেকে উপাদান নিয়ে রচিত এক বিরাট লৌকিক কাব্য কাহিনী। এ কাব্যের অপৌরাণিক অংশ কোনও খানেই এর পৌরাণিক গুরুত্বকে তরল হতে দেয়নি। বৌদ্ধ চর্যাপদগুলি ছাড়া আজ পর্যন্ত বাংলা ভাষায় যেটুকু সাহিত্যকীর্তি আবিষ্কৃত হয়েছে শ্রীকৃষ্ণকীর্তনের ভাষা তাদের মধ্যে প্রাচীনতম বলেই মনে করা হয়। এ কাব্যের রচনাকাল আনুমানিক ১৫৫০ খ্রীষ্টাব্দ। সমস্ত কাব্যটি মোট ১৩টি খণ্ডে বিভক্ত।। জন্মখণ্ড,...বিশদ...