• দেবদত্ত গোপাল যে দূর্বাদলশ্যাম
    দেবদত্ত গোপাল যে দূর্বাদলশ্যাম। অরুণ বসন পরে অতি অনুপাম।। রঙীন পাগড়ি প্যাঁচ উড়িছে পবনে। নব কিশলয় তার দুলিছে শ্রবণে।। গলায় দুলিছে হার মুকুতা প্রবাল। মৃগমদ চন্দন তিলক শোভে ভাল।। কেয়ুর শোভিত ভূজ সঘনে দোলায়। রুনুরুনু সঘনে নূপুর বাজে পায়।। ধড়ায় মুরলী করে কনক পাঁচনি। বনফুল-মালায় ধূসর তনুখানি।। keyboard_arrow_right
  • দেবি কহে জটিলারে শুনহ বচন
    দেবি কহে জটিলারে শুনহ বচন। নিশিতে দেখিছি হাম কঠিন স্বপন।। শ্যাম বামে বসিয়ে আছয়ে কমলিনী। ইহার মঙ্গল লাগি আইনু তখনি।। জটিলা প্রণাম করি কহে দেবি-পায়। যাহাতে মঙ্গল হয় করহ উপায়।। দেবি কহে আয়োজন করহ তুরিতে। দিনমণি পূজি রাধাকুণ্ডের তীরে।। অরুণপূজার আয়োজন দেওল রাণি। আঁখি ঠারি সুবলেরে কহে সুবদনি।। সুবল আইল তবে যমুনাক তীরে। রায়ের আনন্দ […] keyboard_arrow_right
  • দেবী আরাধন করল জতন
    দেবী আরাধন করল জতন চঢ়ায়ে মাথার ফুল। “কহ কহ দেবি, নিশ্চয় বচন যদি হবে অনুকূল।। মথুরা নগরে দূর পরবাসে গেছেন নাগর-হরি। যদি বা তুরিত গমন করব সে নব চতুর-ধারী।। সমুখ সমহ ? যদি ফুল দেহ তবে সে জানব ভালি। তবে সে জানব গোকুল-নগরে আয়ব সো বনমালী ।। এ সব রচন করত যতন চঢ়ায়ে মাথায়ে ফুল। […] keyboard_arrow_right
  • দেবী ভগবতী পৌর্ণমাসী খ্যাতি
    দেবী ভগবতী পৌর্ণমাসী খ্যাতি প্রভাতে সিনান করি। কানুর দরশে চলিলা হরষে আইলা নন্দের বাড়ী।। শিরে শুভ্র কেশ তাপসীর বেশ অরুণ বসন পরি। বেদময় কথা ঘন হালে মাথা করতে লগুড় ধরি।। দেখি নন্দরাণী ধাইয়া অমনি পড়িল চরণতলে। তারে কোলে লৈয়া শির পরশিয়া আশিস বচন বোলে।। সতী শিরোমণি অখিল জননী পরাণ বাছনি মোর। পতি পুত্রসহ ধেনু বৎস […] keyboard_arrow_right
  • দেয়াশিনী বেশে মহলে প্রবেশে
    দেয়াশিনী বেশে মহলে প্রবেশে রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন কপালে লেপন কুণ্ডল কাণেতে পরে।। সাজি ধরল বাম করে। পিঁধিয়া বিভূতি সাজল মূরতি রুদ্রাক্ষ জপয়ে করে।। কহে ”জয় দেবী ব্রজপুরসেবী গোকুল-রক্ষক নিতি। গোপ গোয়ালিনী সুভগদায়িনী পূজ দেবী ভগবতী।।” আশীর্ব্বাদ শুনি গোপের রমণী আইলা দেয়াশিনী কাছে। জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে, বলে ”গোপ ভাল আছে।। সবাকার জয় […] keyboard_arrow_right
  • দেয়াশিনী – বেশে মহলে প্রবেশে
    দেয়াশিনী – বেশে মহলে প্রবেশে রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন কপালে লেপন কুণ্ডল কাণেতে পরে।। সাজি ধরল বাম করে। পিন্ধি রাঙ্গা ধুতি সাজিল যুবতী রুদ্রাক্ষ জপয়ে করে।।ধ্রু।। কহে “জয় দেবী ব্রজপুর সেবী গোকুল-রক্ষক নিতি। গোপ গোয়ালিনী সুভগদায়িনী পূজ দেবী ভগবতী।।” আশীর্ব্বাদ শুনি গোপের রমণী আইলা তাহার কাছে। জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে গোপেরা কেমন আছে।। […] keyboard_arrow_right
  • দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়
    দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়। ধীরে ধীরে করি চলে হরষ অন্তর।। গোকুল নগরে এই শবদ উঠিল। এক জন দেয়াশিনী ব্রজেতে আইল।। তাহারে দেখিবার তরে লোকের গহন । সব ব্রজবাসী চলে হরষিত মন।। প্রণমিল দেযাশিনীর চরণ কমলে। বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে।। দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল।। keyboard_arrow_right
  • দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়
    দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়। ধীরে ধীরে করি চলে হরষ অন্তর।। গোকুল নগরে এই শবদ উঠিল। এক জন দেয়াশিনী ব্রজেতে আইল।। তাহারে দেখিবার তরে লোকের গহন । সব ব্রজবাসী চলে হরষিত মন।। প্রণমিল দেযাশিনীর চরণ কমলে। বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে।। দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল।। keyboard_arrow_right
  • দেয়াশিনী-বেশে সাজি বিনোদ রায়
    দেয়াশিনী-বেশে সাজি বিনোদ রায়। ধীরে ধীরে করি চলে হরিষ অন্তর।। গোকুল-নগরে এই শবদ উঠিল। “একজন দেয়াশিনী ব্রজেতে আইল।।” তাহারে দেখিবার তরে লোকের গহন। সব ব্রজবাসী চলে হরষিত মন।। প্রণমিল দেয়াশিনীর চরণকমলে। বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে।। দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল। কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল।। keyboard_arrow_right
  • দেরি রাই শ্যাম সাধি মনস্কাম
    দেরি রাই শ্যাম সাধি মনস্কাম আনন্দ হইল যত। অমরা উপাই তবে তাহা গাই মুখ হয় শত শত।। রাই হেনকালে বংশি বটতলে শিঙ্গা ধরি বিম্বাধরে। হারে রে রে ভাই কানাই কানাই বিষাণ শব্দ করে।। অমিয়া মিশাল কর্ণ-রসায়ন শুনি শিঙ্গা সান কানু। রাধাভাব ভাবি দাদা সহ জোরি উতরোল মন তনু।। রাধার নয়ান কটাক্ষ মোহন বন্ধন পিরিতি শ্যাম। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ