বৈষ্ণব পদাবলী কেবল বৈষ্ণবের গান নয়। চিরন্তন মানব–মানবীর দুকূল প্লাবিত হৃদয়ের অন্তরঙ্গ কথা। তাইতো এর কথায়, সুরে মধুররসের সংবেদনশীল তারে সপ্তসুরের যে অপরূপ লহরী ওঠে তারই মূর্চ্ছনা শোনা যায় বৈষ্ণবের পদে। কিন্তু প্রণয় তো একরঙা নয়, সে নিতুই রঙিন থেকে রঙিনতর, মধুর থেকে মধুরতর, গভীর থেকে আরও গভীরের দিকে পথ চলে। এজন্যই তো বৈষ্ণব রসজ্ঞগণ […]
keyboard_arrow_right