• চাহিত পথিক বধূ শূন্য পথপানে
    চাহিত পথিক বধূ শূন্য পথপানে। মল্লার গাহিত কারা। ঝরিত ঝরণাধারা নিতান্ত বান্দিত গিয়া কাতর পরানে। কথাটা এমন নয় যে, পূর্বরাগের অন্তর্গত ভাবের বিষয়টা আগে কেউ জানত না। অনাদি-অনন্ত সংসার-চক্রে আবর্তিত পুরুষ-রমণীর মন ব্যাপারটা একটা শাশ্বতিক সত্য বলে এমন ভাবা মোটেই সমীচীন নয় যে, বৈষ্ণব রসশাস্ত্রকারেরাই প্রথম পূর্বরাগ কথাটা আবিষ্কার করলেন। অথচ শব্দান্বেষী রসিক মানুষজন এটাই […] keyboard_arrow_right
  • পূর্বরাগ
    বৈষ্ণব পদাবলী কেবল বৈষ্ণবের গান নয়। চিরন্তন মানব–মানবীর দুকূল প্লাবিত হৃদয়ের অন্তরঙ্গ কথা। তাইতো এর কথায়, সুরে মধুররসের সংবেদনশীল তারে সপ্তসুরের যে অপরূপ লহরী ওঠে তারই মূর্চ্ছনা শোনা যায় বৈষ্ণবের পদে। কিন্তু প্রণয় তো একরঙা নয়, সে নিতুই রঙিন থেকে রঙিনতর, মধুর থেকে মধুরতর, গভীর থেকে আরও গভীরের দিকে পথ চলে। এজন্যই তো বৈষ্ণব রসজ্ঞগণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ