• নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি
    নানাবর্ণ রূপ ধরে বিষ্ণু চক্রপাণি। তা দেখি মোহিত হৈল রাধা কমলিনী। ধু চামর জিনিয়া কেশ কপালে তিলক বেশ নব ইন্দু ললাটে জিনিছে। ইন্দ্র ধনু জিনি ভুরু প্রাতঃ সূর আঁখি চারু শুক চঞ্চু নাসা এ নিন্দিছে। মুখে পূর্ণশশী ক্ষীণ অধর বান্ধুলী পীন দন্তে বীজ দাড়িম্ব নিন্দিল। কণ্ঠ দেখি কম্বুধরে হ্রদ সিন্ধু সরোবরে যুগভুজে বাসুকী গঞ্জিল। সিংহ […] keyboard_arrow_right
  • নাপিতানী বলে –শুনগো সই
    নাপিতানী বলে –“শুনগো সই। কামালুঁ ইহার বেতন কই।। কহ তুমি যাই রাইয়ের কাছে। বেতন লাগি সে বসিয়া আছে।। যদি কহে তবে নিকটে যাই। যে ধন দেন তা সাক্ষাতে পাই ।।” শুনি সখি কহে রাইএর কাছে। “নাপিতানী বলি আছয়ে নাছে।।” রাই কহে –“ডাকি আনহ তায়। কতেক বেতন নাপিতানী চায়।।” সখী যাই তবে ডাকয়ে –“আইস ।” রাই […] keyboard_arrow_right
  • নাপিতিনী বলে শুনগো সই
    নাপিতিনী বলে শুনগো সই । আনাথিনী লোকের বেতন কই।। কহ তুমি যেয়ে রাইএর আছে।। যদি কহে তবে নিকটে যাই। যে ধন দেন তা সাক্ষাতে পাই।। শুনি সখি কহে রাইএর কাছে। নাপিতিনী বসি আছয়ে নাছে।। রাই কহে তবে আনহ তায়। কতেক বেতন আমায় চায়।। সখী যাই তবে ডাকযে ”আইস। আসিয়া রাইএর নিকটে বৈস।।” আসি নাপিতিনী কহয়ে […] keyboard_arrow_right
  • নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী
    নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী। কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।। অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে। রমণীর বেশ গেও রসিক গোচরে।। পড়িল কল্পিত কুচ ভ্রম গেও দূরে। সথীগণ চমকিত হেরিয়ে নাগরে।। কি ছার মানের লাগি রমণী সাজিল। এত বলি সুন্দরী বামে দাঁড়াইল।। মানজনিত দুখ দূরে পরিহরি। চণ্ডীদাস বলে দোঁহার প্রেমের বলিহারি।। keyboard_arrow_right
  • নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী
    নাপিতিনী-করে ধরি রাই চন্দ্রমুখী। কেমন নাপিতিনী তুমি হের এক দেখি।। অঙ্গের বসন ধরি পাড়িয়া ফেলে দূরে। রমণীর বেশ গেও রসিক গোচরে।। পড়িল কল্পিত কুচ ভ্রম গেল দূরে। সখীগণ সচকিত হেরিয়ে নাগরে।। কি ছার মানের লাগি রমণী সাজিল। এত বলি সুন্দরী, বামে দাঁড়াইল।। মানজনিত দুখ দূরে পরিহরি। চণ্ডীদাস বলে–দোঁহার প্রেমের বলিহারি।। keyboard_arrow_right
  • নামসুত্রাবাল বান্ধিল গলাতে
    নামসুত্রাবাল বান্ধিল গলাতে বিচার করিলা রাস্যে । জে নামে জে উঠে রাখিল সত্তরে জে নামে জে বর্ন্ন আসে।। প্রথমে উঠিল দেব দামুদর দ্বিতিয়ে এ ঋসিকেস। ত্রিতিয় হইল কেসব বলিয়া এ নাম রাখিল সেস।। মাধব বলিয়া চতুর্থে উঠল দৈত্যারি বলিয়া নাম। পঞ্চমে উঠিল পুণ্ডরিকাক্ষ নাম সুন অনুপাম।। সষ্টমে হইল গোবিন্দ বলিয়া সপ্তমে গড়ুরদ্ধজ। অষ্টমে হইল পিতাম্বর […] keyboard_arrow_right
  • নামিয়া আসিয়া বসিল আসিয়া
    নামিয়া আসিয়া বসিল আসিয়া কহয়ে বেতন দায়। বেতনের কালে হাত দিয়া গালে সকল যুবতী কয়।। সই বাজিকর নিবে কি । যত কিছু দিয়ে কিছুই না নিয়ে বলে ”মোর যোগ্য কি।। এই মনে করি দেহ কুচগিরি আর তব মুখ-সুধা। আর এক হয় মোর মনে লয় তাহা মোরে দেহ জুদা।। সুন্দরী গণে বুঝিল মনে ইহার গ্রাহক তুমি। […] keyboard_arrow_right
  • নামিয়া আসিয়া বসিল হাসিয়া
    নামিয়া আসিয়া বসিল হাসিয়া কহে যে- “বেতন দেও।” বেতনের কালে হাত দিয়া গালে সকল যুবতী কয়।। “সই, বাজিকরে নিবে কি। যত কিছু দিয়ে কিছুই না লয়ে বলে –“আমার যোগ্য কি ।।ধ্রু।। এই মনে করি দেহ কুচগিরি আর তব মুখ সুধা। আর এক হয় মোর মনে লয় তাহা মোরে দেহ জুদা।।” সুন্দরীর গণে বুঝিল মরমে– “ইহার […] keyboard_arrow_right
  • নামে মুরলীরবে গুণিগানে স্বপনেহুঁ
    নামে মুরলীরবে গুণিগানে স্বপনেহুঁ চিত্রে দরশে প্রতিআশ। কাতর অন্তরে সুখীমুখ চাহি ধনী কহতহি গদগদ ভাষ।। সখি কি কহব কহন না যায়। অপরূপ শ্যাম নাম দুই আঁখর তিলে তিলে আরতি বাঢ়ায়।। মুনিমনোমোহন মুরলীখুরলি শুনি ধৈরজ ধরণ না যাতি। মনোরম গুণগণ গুণিজনগানে শুনি চীত রহল তঁহি মাতি।। বিদগধ সুন্দর কহত দূতী মোহে ভট্ট কীরিতি যশ গায়। শুনি […] keyboard_arrow_right
  • নায়িকা-সাধন শুনহ লক্ষণ
    নায়িকা-সাধন শুনহ লক্ষণ যেরূপে সাধিতে হয়। শুষ্ক কাষ্ঠের সম আপনার দেহ করিতে হয়।। সে কালে রমণ অতি নিত্য করণ তাহাতে যে সাধন হবে। মেঘের বরণ রতির গঠন তখন দেখিতে পাবে।। সে রতি-সাধন করেন যে জন সেই সে রসিক সার। ভ্রমর হইয়া সন্ধান পূরিয়া মরম বুঝয়ে তার।। তাহার উপর জলদ-বরণ রতির বরণ হয়। সাধিতে সে রতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ