নিজ-মন্দিরে ধনি বৈঠলি বিরহিনি প্রিয়-সহচরি-মুখ চাহি। যাঁহা যদুনন্দন করত গোচারণ তুরিতে গমন করু তাঁহি।। সজনী খনিক বিলম্ব জনি। সহচরি-হাত মাথে ধরি সুন্দরি বোলত মধুরিম বাণি।। বংশীবট-তট কদম্ব নীকট খোঁজবি ধীর সমীর। সঙ্কেত কেলি নিকুঞ্জ কুসুম বন সুশিতল কুণ্ডক তীর।। কালিন্দি-পুলিন সঘন বৃন্দাবন নিধুবনে কেলিবিলাস। কুঞ্জ নিকুঞ্জ-বন গোবর্দ্ধন কানন সঙ্গে চলু গোবিন্দদাস।।
keyboard_arrow_right