• নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর
    নিভৃত নিকুঞ্জে কুঞ্জ-কুটীর মণি-মাণিকের স্তম্ভ। রতন-জড়িত পরশ-পাথর অতি অনুপম রঙ্গ।। উপরে জড়িত হেম মরকত মুকুর কিসে বা গণি। চারিপাশে শোভে মুকুতা প্রবাল গাঁথিয়া মাণিক মণি।। ঝালর ঝলকে অতি মনোহর ঐছন কুটীর শোভে। পুষ্পের সৌরভে দশদিক্‌ মোহে মধুকর ধায় লোভে।। নেতের পতাকা উড়ে অনুপাম কুটীর উপরে দিয়া। শত শত কোটী এ কুঞ্জ-কুটীর সকল তাহার ছায়া।। বৈঠল […] keyboard_arrow_right
  • নিভৃত নিকুঞ্জে শেজ বিছাইয়া
    নিভৃত নিকুঞ্জে শেজ বিছাইয়া শুতিয়া আছিলুঁ একা। উরে হেলা দিয়া সে বন্ধু কালিয়া সপনে পাইলুঁ দেখা।। সখি সুখের নাহিক ওর। রসের আবেশে বান্ধি ভুজপাশে যতনে লইলুঁ কোর।।ধ্রু।। পীন পয়োধরে হিয়ার মাঝারে। কনক ভূখণে থুল্য। হাসিয়া হাসিয়া মধুর ভাষিয়া বয়ানে বয়ান দিল।। অঙ্গমোড়া দিতে বিধি জাগাইল মনে না পূরল আশ। সুখ দূরে গেল আনল হইল পোড়ল […] keyboard_arrow_right
  • নিভৃতনিকুঞ্জগৃহং গতয়া নিশি রহসি নিলীয় বসন্তম্
    নিভৃতনিকুঞ্জগৃহং গতয়া নিশি রহসি নিলীয় বসন্তম্। চকিতবিলোকিত-সকলদিশা রতিরভসরসেন হসন্তম্।। সখি হে কেশিমথনমুদারম্। রময় ময়া সহ মদনমনোরথভাবিতয়া সবিকারম্।।ধ্রু।। প্রথম-সমাগম-লজ্জিতয়া পটুচাটুশতৈরনুকূলম্। মৃদুমধুরস্মিতভাষিতয়া শিথিলীকৃতজঘনদুকূলম্।। কিশলয়শয়ননিবেশিতয়া চিরমুরসি মমৈব শয়ানম্। কৃতপরিরম্ভণচুম্বনয়া পরিরভ্য কৃতাধরপানম্।। অলসনিমীলিতলোচনয়া পুলকাবলিললিতকপোলম্। শ্রমজলসকলকলেবরয়া বরমদনমদাদতিলোলম্।। কোকিলকলরবকূজিতয়া জিতমনসিজতন্ত্রবিচারম্। শ্লথকুসুমাকুলকুন্তলয়া নখলিখিতঘনস্তনভারম্।। চরণরণিতমণিনূপুরয়া পরিপূরিতসুরতবিতানম্। মুখরবিশৃঙ্খলমেখলয়া সকচগ্রহচুম্বনদানম্।। রতিসুখসময়রসালসয়া দরমুকুলিতনয়নসরোজম্। নিঃসহনিপতিততনুলতায়া মধুসূদনমুদিতমনোজম্।। শ্রীজয়দেবভণিতমিদমতিশয়মধুরিপুনিধুবনশীলম্। সুখমুৎকণ্ঠিতগোপবধূকথিতং বিতনোতু সলীলম্।। keyboard_arrow_right
  • নিভৃতে সুবল কথা কানাইরে কহে
    নিভৃতে সুবল কথা কানাইরে কহে। গিরিতটে ধেনু বৎস কভু ভাল নহে।। রাইরের সরসীকূল ইহার নিকটে। কি জানি বা কোন শিশু তাহাঁ যাই উঠে।। এতেক যুগতি কথা বুঝিয়া কানাই। কহে সভে চল যমুনার তীরে যাই।। দেখিব কেমন শোভা যমুনার তীর। অঞ্জলি পূরিয়া খাব সুশীতল নীর।। এতেক বচন কহি রাখলের সাথে। গোধন চালাঞা দিল যমুনার পথে।। কহয়ে […] keyboard_arrow_right
  • নিমগন দুহুঁ জন রতি-রণ-রঙ্গে
    নিমগন দুহুঁ জন রতি-রণ-রঙ্গে। থির দামিনি নব জলধর সঙ্গে।। কুসুম-শেজ পর রাধা কান। দুহুঁ মন মনসিজ পেশল জান।। ঘন ঘন চুম্বই চকিত নয়ান। কুচযুগপর খরতর নখ হান।। কুঞ্জহি দুহুঁ জন নিধুবন-কেলি। জ্ঞানদাস চিতে আনন্দ ভেলি।। keyboard_arrow_right
  • নিরণিত বাতহি অতি উল্লাসিত
    নিরণিত বাতহি অতি উল্লাসিত গাতে না ধরই আনন্দ। অন্তরে সঞ্চরু যৈছন মনোরথ তৈছে রচহ পরবন্ধ।। সখি হে আজি সু-নিরজনে কান। রঙ্গিণি সবহুঁ মেলি অব সাজহ ঐছন রস সুবিধান।। চান্দনি রাতি ছান্দনে সব ভূষণ দূষণ জনু নই কোই। বাদনযন্ত্র স্বতন্ত্র লেই চলু রাসরভস যথি হোই।। যব হসি রাই সুভাখি বচন ইহ বিকসিত ভাবকদম্ব। কিয়ে কৃষ্ণকান্ত নিতান্ত […] keyboard_arrow_right
  • নিরদয় হে তুমি আর কি ব্রজে যাবে না
    নিরদয় হে তুমি আর কি ব্রজে যাবে না। মাছোড় মা ফেলে পাশরিলে বাণি। নন্দ যশোমতি অন্ধ লোটায় ধরণি।। মথুরাতে রাজা হৈলে রাজছত্র মাথে। ছিদাম আদি বেড়ায় কেন্দে শিরে দিয়ে হাথে।। কি সুখে শয়ন কর রতন পর্য্যাঙ্কে। বিধুমুখি পড়ে আছে যমুনার পঙ্কে।। কি সুখে শয়ন কর রতন মন্দিরে। যমুনা তরঙ্গ বহে রাইয়ের নয়নের নীরে।। বনে থাক […] keyboard_arrow_right
  • নিরবধি ঝুরে সে শ্যাম-নাগরে
    নিরবধি ঝুরে সে শ্যাম-নাগরে রাধারে করে বিলাপ। জিহ্বা অগ্রে নাম নেত্র অগ্রে ধ্যান ভজিল সকলি আপ।। সো ধনীর কীর্ত্তি শুনাই শ্রবণে ঘুচাবে কে ব্যথা মোর। মন ধ্যানে তনু লাগিঞা রহল কে আনি দিবে তৎপর।। বিধু জিতাননী মুকুল বদনী আমার হিত প্রাণমিত। আরে বিম্বাধরী সুকনক গোরী গলি মোএ বিসরিত।। খগ মৃগগণ তরু লতাবন গউর বরণ দিশে। […] keyboard_arrow_right
  • নিরবধি মোর মনে গোরারূপ লাগিয়াছে
    নিরবধি মোর মনে গোরারূপ লাগিয়াছে বল সখি কি করি উপায়। না দেখিলে গোরারূপ বিদরিয়া যায় বুক পরাণি বাহির হৈতে চায়।। কহ সখি কি বুদ্ধি করিব। গৃহপতি গুরুজন ভয় নাহি মোর মন গোরা লাগি পরাণ ত্যজিব।।ধ্রু।। সব সুখ তেয়াগিনু কুলে জলাঞ্জলি দিনু গোরা বিনু আর নাহি ভায়। অঝোরে ঝরয়ে আঁখি শুন গো মরম সখি বাসু ঘোষ […] keyboard_arrow_right
  • নিরবধি লীলা করে নির্জ্জন কাননে
    নিরবধি লীলা করে নির্জ্জন কাননে। দুরজন বিনে তাহা অন্যে নাহি জানে।। ডালে বসি কোকিল পঞ্চম করে গান। রাধাকৃষ্ণ নাহি জানে তাহার সন্ধান।। আচম্বিতে একজন হইল বাহির। নগরে আসিয়া তেই বলয়ে আহির।। আভীর হইয়া স্থান করয়ে মার্জ্জনা। তাহা দেখি রাধাকৃষ্ণ করেন বাসনা। স্থান মার্জ্জনা করি করিল গমন। জ্ঞান কহে নাহি জানে সনক সনাতন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ