নিরবধি লীলা করে নির্জ্জন কাননে।
দুরজন বিনে তাহা অন্যে নাহি জানে।।
ডালে বসি কোকিল পঞ্চম করে গান।
রাধাকৃষ্ণ নাহি জানে তাহার সন্ধান।।
আচম্বিতে একজন হইল বাহির।
নগরে আসিয়া তেই বলয়ে আহির।।
আভীর হইয়া স্থান করয়ে মার্জ্জনা।
তাহা দেখি রাধাকৃষ্ণ করেন বাসনা।
স্থান মার্জ্জনা করি করিল গমন।
জ্ঞান কহে নাহি জানে সনক সনাতন।।