নিশি দিশি জাগরি মধুপুর-নাগরি বেশ পসাহল অঙ্গে। তুহুঁ সুপুরুষবর সময় গোঙায়সি নব নব রস-পরসঙ্গে।। মাধব তুহঁ যব নিকরুণ ভেল। মিছই অবধি-দিন গণি কত রাখব ব্রজবধূ জীবনশেল।। কোই ধরণিতল কোই যমুনা-জল কোই কোই লুঠই নিকুঞ্জ। এতদিনে বিরহে মরণ-পথ পেখলুঁ তোহে তিরি-বধ পুন-পুঞ্জ।। তপত সরোবরে থোরি সলিল জনু আকুল সফরি-পরাণ। জীবন মরণ মরণ বরু জীবন গোবিন্দদাস পরমাণ।।
keyboard_arrow_right