• নিশি অবশেষে সকল সখীগণ
    নিশি অবশেষে সকল সখীগণ রাই কানু সঞে ভোর। নিরমল নয়ন-কমল বহি অবিরত গলতহি আনন্দ লোর।। দেখ দেখ অপরূপ কাজ। বিছুরল গেহ-গমন সভে বূরল মোহ-সরোবর মাঝ।।ধ্রু।। বৃন্দা-দেবি সঙ্কেত-বচন জানি ককুখটি হই উনমাদ। জটিলা-শবদ শুনায়ত উভরোলে শুনইতে ভেল পরমাদ।। সচকিত-লোচনে আন আন মুখ হেরি কুঞ্জসেঁ নিকসে বহার। দাস যদুনন্দন তুরিতহি লেয়ল তহিঁ যত ছিল উপচার।। keyboard_arrow_right
  • নিশি অবসান জানি নন্দের ঘরণী
    নিশি অবসান জানি নন্দের ঘরণী। দাসদাসী ডাকিয়া কহয়ে প্রিয় বাণী।। আমার জীবনধন কানাই বলাই। লালিবে পালিবে তারে তোমরা সভাই।। যার যেই কাজ বাছা কর মন দিয়া। আমি আর কি বলিব করহ বুঝিয়া।। রাণীর উদার বোল শুনি দাসদাসী। আবেশে করয়ে কাজ প্রেমানন্দে ভাসি।। কুন্দলতা আনি কথা কহে যশোমতী। রাধারে আনহ বাছা করিয়া যুকতি ।। শুনি পরণাম […] keyboard_arrow_right
  • নিশি অবসান ভেল সহচরি দেখি
    নিশি অবসান ভেল সহচরি দেখি। জাগল সব জন তহিঁ পরতেকি।। সভে মেলি আওল দুহুঁজন পাশ। ঘূমে বিভোর দুহুঁ হেরি সখি হাস।। হৃদয়ে বেয়াকুল কছু নাহি বোলে। জাগল দুহুঁজন আভরণ রোলে।। উঠি বৈঠল নিজ শয়নক মাঝ। সম্বরু অম্বর পাইয়া লাজ।। সখিগণ দুহুঁজনে কয়ল নিদেশ। ইঙ্গিতে বুঝায়ল নিশি অবশেষ।। কাতর অন্তর দুহুঁমুখ হেরি। বদনহি বচন না নিকশয়ে […] keyboard_arrow_right
  • নিশি অবসান শয়ন পর আলসে
    নিশি অবসান শয়ন পর আলসে বিশ্বম্ভর দ্বিজরাজ। নিরুপম হেম জিনিয়া তনু মুখশশী মুদিত কমল দিঠি সাজ।। জয় জয় নদিয়া নগর আনন্দ। সহজই বিস্বাধর তাহে শোভিত তাম্বূলরাগ সুছন্দ।। বালিশ পর শির আলিসে নাসায়ে বহতহি মন্দ নিশ্বাস। বিগলিত চাঁচর বেশ শেজ পর বদনে মিশা মৃদু হাস।। কোকিল কপোত আদি ধ্বনি শুনইতে জাগি বৈঠল অলসাই। উদ্ধবদাস করে বারিঝারি […] keyboard_arrow_right
  • নিশি অবসানে দাস দাসীগণে
    নিশি অবসানে দাস দাসীগণে ত্বরায় করয়ে কাজে। যার সেই কাম করে অনুপাম সভাই সভারে তাজে।। দেব পুরন্দর জিনি তার ঘর রন্ধন মন্দির সাজে। ধনিষ্ঠা সুন্দরী রন্ধন সামগ্রী রাখল তাহার মাঝে।। জ্বালিতে ইন্ধন আনল চন্দন দেয়ল যতন করি। বসিতে আসন জলের ভাজন তাহার নিকটে ধরি।। সুশীলা সুন্দরী রসের চাতুরী বিবিধ বন্ধান জানে। বিধিআগোচর নানা উপহার করল […] keyboard_arrow_right
  • নিশি অবসানে বৃন্দাবন জাগল
    নিশি অবসানে বৃন্দাবন জাগল সকল সখীগণ মেল। নিভৃত নিকুঞ্জদ্বার করি মোচন মন্দির মাহা চলি গেল।। রতন পালঙ্কে শূতি রহু দুহুঁ জন অতিশয় আলসে ভোর। ঘনদামিনি কিয়ে মরকত কাঞ্চন ঐছন দুহুঁ দুহুঁকোর।। বিগলিত বেণি চারু শিখিচন্দ্রক টূটল মণিময় হার। পহিরণ বসন আধ ভেল বিচলিত চন্দন আভরণভার।। অতিসুখ ভঙ্গভয়ে সব সখিগণ বিহিক দেই বহু গারি। ইহ সুখরজনি […] keyboard_arrow_right
  • নিশি অবসানে সব দাসীগণে
    নিশি অবসানে সব দাসীগণে সত্বরে করয়ে কাজ। বেশের মন্দির মাজল সুন্দর রাখল বেশের সাজ।। কিনা সে দাসীর রীত। জানিয়া মরম করয়ে করম যাহাতে আপন জীত।। দশনমাজনী রসনাশোধনী থুইল থালীর পরি। কর্পূর সহিত গন্ধচুরিত যতন করিয়া ধরি।। নির্ম্মল সলিল সুগন্ধি শীতল পূরিয়া গাগরী ঝারি। মুখ পাখালিতে সিনান করিতে বেদির উপরে ধরি।। গামছা কাচিয়া নিজল করিয়া রাখল […] keyboard_arrow_right
  • নিশি গেল দূর প্রভাত হইল
    নিশি গেল দূর প্রভাত হইল উঠল শ্যামরুচন্দ্র। মুখ শশীখানি সুবাসিত জলে ধোয়ল গোকুলচন্দ্র।। স্নেহে যশোমতী আদর স্বভাবে এ ক্ষীর নবনী আনি। কানাই-বদনে দিয়া সে যতনে কহেন মধুর বাণী।। আজু বনে তুমি যাবে যাদুমণি শুনিতে লাগয়ে ডর। লোকমুখে শুনি বিষম কাহিনী থাকয়ে কংসের চর।। কানু বলে মাতা না কর সংশয় তোমার চরণ আশে। কি করিতে পারে […] keyboard_arrow_right
  • নিশি দিশি জাগরি মধুপুর-নাগরি
    নিশি দিশি জাগরি মধুপুর-নাগরি বেশ পসাহল অঙ্গে। তুহুঁ সুপুরুষবর সময় গোঙায়সি নব নব রস-পরসঙ্গে।। মাধব তুহঁ যব নিকরুণ ভেল। মিছই অবধি-দিন গণি কত রাখব ব্রজবধূ জীবনশেল।। কোই ধরণিতল কোই যমুনা-জল কোই কোই লুঠই নিকুঞ্জ। এতদিনে বিরহে মরণ-পথ পেখলুঁ তোহে তিরি-বধ পুন-পুঞ্জ।। তপত সরোবরে থোরি সলিল জনু আকুল সফরি-পরাণ। জীবন মরণ মরণ বরু জীবন গোবিন্দদাস পরমাণ।। keyboard_arrow_right
  • নিশি দিশি ভাবি ভবনে ধনী রহই।
    নিশি দিশি ভাবি ভবনে ধনী রহই। দারুণ মদন দহনে তনু দহই। সুন্দরী আকুল পরাণ। মরমহি দুঃখ কোই নাহি জান।। ঘন তনু কম্পই কম্পই কাম। মনে মনে সঘনে জপয়ে প্রিয় নাম।। কানু কমল তনু অতুল উজোর। স্মঙরিতে মনহি নয়নে বহ লোর।। সখীগণ পরসে সরস যদি হোই। মনমথ হৃদয়ে বিদারয়ে সোই।। রেণুপর পতই শুতই ক্ষিতি মাঝ। উঠিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ