শ্রীশ্রীরাধারমণো জয়তি ‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌরহরিবোল’’ ‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’ (১) জয়জয়ন্তী ‘‘দেখ ত ঝুলত, গৌরচন্দ্র, অপরূপ দ্বিজমনিয়া। বিধির অবধি, রূপনিরুপণ, কষিত কাঞ্চন জিনিয়া।। ঝুলাওত কত, ভকতবৃন্দ, গৌরচন্দ্র বেড়িয়া। আনন্দে সঘন, জয় জয় রব, উথলে নগর নদীয়া।। নয়ন লোক, ধায় একমুখ, হরি হরি ধ্বনি শুনিয়া।। ধন্য কলিযুগ, গোরা অবতার, সুরধুনী ধনি […]
keyboard_arrow_right