১। শ্রীচৈতন্যদেবের অন্যতম একটি বন্দনা শ্লোকে তাঁকে বলা হয়েছে সংকীর্তন-পিতা। মনে করা হয়, বাংলা জুড়ে কীর্তনের যে অপ্রতিহত প্রভাব, তাঁর উৎসমুখে আছেন তিনিই। কীর্তন বা সংকীর্তনের গুরুত্ব তো আর নতুন করে বলার কিছু নেই। সত্যি কথা বলতে, কীর্তন একদিকে যেমন ভক্তহৃদয়ের তদ্গত নিবেদন, তেমনই আবার তা একটি শিল্পমাধ্যম। এমন শিল্প যা একদিকে ধারণ করে আছে […]
keyboard_arrow_right